অনেকেই নিজেদের ব্যাগে মজাদার পিন এবং ব্যাজ ব্যবহার করতে পছন্দ করেন। তাতে মজার ছবি বা মজার শব্দবন্ধ লেখা থাকে। রাস্তাঘাটে, বাসে-ট্রামে হামেশাই পিন বা ব্যাজ নজর পড়ে আমাদের। তেমনই একটি মজার ব্যাজ নজর কেড়েছে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমের। মুম্বইয়ের ট্রেনে এক জন যাত্রীর কাঁধে একটি অস্বাভাবিক ব্যাজের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। গোলাকার সাদা রঙের সেই ব্যাজে ছিল লাল ক্রশ চিহ্ন। তার ঠিক নীচেই লাল রঙে ‘অর্গ্যাজ়ম ডোনার’ এই শব্দবন্ধটি লেখা ছিল। প্রথম দেখায় মনে হতে পারে শব্দের বানানটি ভুল বা চোখের ভুল। মনে হতে পারে শব্দটি ‘অর্গ্যান ডোনার’ কি?
আরও পড়ুন:
না, শব্দটি ভুল লেখা হয়নি। ব্যাজে ‘অর্গ্যাজ়ম ডোনার’ শব্দবন্ধটি ইচ্ছাকৃত ভাবেই ব্যবহার করা হয়েছে। অর্গ্যান ডোনার বা অঙ্গদাতার সঙ্গে কথা বোঝাতে গিয়ে ভুল করা হয়নি। অনেকেই হয়তো শুক্রাণুদাতার কথাও শুনেছেন। এই শব্দটি আরও কৌতুকপূর্ণ এবং আবেগপূর্ণ যৌন সম্পর্কের কথা বোঝায়। শব্দটির আক্ষরিক অর্থ, ‘যিনি প্রচণ্ড উত্তেজনা দিয়ে অন্যের জীবন (যৌন) বাঁচান।’
রেডিটের একটি পোস্টে এই ছবিটি প্রকাশ করা হয়েছে। ট্রেনে ভ্রমণ করার সময় ব্যাগে ‘অর্গ্যাজ়ম ডোনার’ ব্যাজ লাগানো এই যাত্রীর ছবিটি ভাইরাল হয়েছে এবং সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সাহসী এবং প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি এই ব্যাজটি যাত্রী এবং নেটাগরিক উভয়েরই দৃষ্টি আকর্ষণ করেছে। যিনি এটি তাঁর ব্যাগে আটকেছেন, তাঁর সাহসিকতা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। আবার অনেকেই এটিকে নিছক মজার বলে মনে করেছেন ও হাসির ইমোজি দিয়েছেন পোস্টে।