সারা দিন বিছানায় শুয়ে ছিলেন। বিশেষ পরিশ্রমও করতে হয়নি। আর তা করেই এক দিনে প্রায় ৩৫ লক্ষ টাকা উপার্জন করলেন চিনের নেটপ্রভাবী। জু সিক্সি নামের ওই নেটপ্রভাবী নিজেই সে কথা জানিয়ে খবরের শিরোনাম উঠে এসেছেন। সেই খবরে হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। শুরু হয়েছে আলোচনা। সকলের মনে একটাই প্রশ্ন, কী ভাবে এক দিনে অত টাকা উপার্জন করলেন নেটপ্রভাবী তরুণী?
সিক্সি জানিয়েছেন, অ্যাপের মাধ্যমে ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে প্রায় ১২ কোটি টাকার জিনিস বিক্রি করেছিলেন তিনি। এর জন্য তাঁকে কোনও পরিশ্রম করতে হয়নি। বিছানায় শুয়ে ফোন থেকেই এই কেনাবেচার কাজ তিনি করেছেন। আর তারই কমিশন বাবদ তিনি ওই অর্থ এক দিনে উপার্জন করেছেন। অন্য একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকেও গত কয়েক তিনি লক্ষ লক্ষ আয় করেছেন বলে জানিয়েছেন সিক্সি। একটি লাইভ স্ট্রিমে তাঁর দাবি, ‘কঠোর’ পরিশ্রম করে তিনি অত টাকা উপার্জন করেছেন। কেউ যদি এর জন্য তাঁর সমালোচনা করেন, তাতে তাঁর কিছু যায় আসে না বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
চিনা সংবাদমাধ্যম ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে সিক্সি জানিয়েছেন, প্রতি মাসে নয়, প্রতি দিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে চান তিনি। তিনি বলেন, “আমি সারা দিন বিছানায় শুয়ে কাটিয়েছি। কিছুই করিনি। শুয়ে শুয়ে অনলাইনে জিনিস কেনাবেচা করেছি। আর তাতেই প্রচুর আয় হয়েছে আমার।’’
উল্লেখ্য, সিক্সি চিনের এক জন জনপ্রিয় নেটপ্রভাবী। তবে আলটপকা মন্তব্যের জন্য অনেক বার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। ১৯৯৮ সালে জিয়াংসু প্রদেশের নানটঙে সিক্সির জন্ম। এর আগে অনুপযুক্ত ‘কনটেন্ট’ সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারণে তাঁকে নিয়ে নিন্দার ঝড় ওঠে সমাজমাধ্যমে।