জঙ্গলের ভিতর ঘুরে ঘুরে ছবি তুলছিলেন এক তরুণ। হঠাৎ এক শিম্পাঞ্জিকে দেখতে পান তিনি। হাত বাড়িয়ে শিম্পাঞ্জিটি যেন তাঁকেই ডাকছে। ক্যামেরা হাতে শিম্পাঞ্জির দিকে এগিয়ে যান তরুণ। তখনই ঘটে অবাক কাণ্ড। তরুণের হাত জোড় করিয়ে জলের মধ্যে হাত ডুবিয়ে দেয় সে। তার পর আবার তরুণের হাত থেকেই জল পান করে শিম্পাঞ্জিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘গোরিলাট্রেকিংরুয়ান্ডা’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণের হাত থেকে জল পান করছে একটি শিম্পাঞ্জি। বার বার জলে নিজেই তরুণের হাত ডুবিয়ে দিচ্ছে।আবার হাত তুলে সেখান থেকে জল পান করছে সে। জল পান করা হয়ে গেলে আবার যত্ন করে তরুণের হাত ধুয়ে দিল শিম্পাঞ্জিটি।
ঘটনাটি আফ্রিকার ক্যামেরুনের পাপায়ে আন্তর্জাতিক অভয়ারণ্যে ঘটেছে। তরুণটি পেশায় চিত্রগ্রাহক। জঙ্গলের ভিতর তরুণকে হাঁটাহাঁটি করতে দেখে তাঁর হাত ধরে নীচে বসিয়ে দেয় একটি শিম্পাঞ্জি। সেখান দিয়েই বয়ে যাচ্ছিল জলের স্রোত। সেখানে তরুণের হাত ডুবিয়ে দিল শিম্পাঞ্জিটি। তার পর তরুণের হাত থেকেই জল পান করল সে। কয়েক বার একই ভাবে তরুণের হাত থেকে জল পান করতে দেখা গেল শিম্পাঞ্জিটিকে। জল পান করা হয়ে গেলে যত্ন করে তরুণের হাত ধুয়ে দিল সে। ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বনে থাকলে কী হবে? সকলেই ভালবাসার অর্থ বোঝে।’’