—প্রতীকী ছবি।
রাস্তায় বহু ক্ষণ ধরে ট্র্যাফিক জ্যামে আটকে রয়েছে গাড়ি। সবুজ সিগন্যালের দেখা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যাত্রীরা। ঠিক সেই সময় গুগ্ল ম্যাপ খাওয়াল গুগলি। গাড়ির চালক যে বহু ক্ষণ ধরে ট্র্যাফিক জ্যামে আটকে উড়ালপুলের উপর দাঁড়িয়ে রয়েছেন তা বুঝতেই পারেনি গুগ্ল ম্যাপ। বরং সে ম্যাপে দেখিয়ে দিল যে, গাড়িটি পার্কিংয়ের জন্য নিরাপদ জায়গায় দাঁড় করানো রয়েছে। সমাজমাধ্যমে গুগ্ল ম্যাপের এই ভ্রান্তির কথাই লিখে জানিয়েছেন চালক।
‘জলিপাইরেটরাম’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক চালক। ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে। গাড়ির চালক লেখেন, ‘‘আজ বহু ক্ষণ ধরে ডোমলুর উড়ালপুলে ট্র্যাফিক জ্যামে গাড়ি নিয়ে আটকেছিলাম। গুগ্ল ম্যাপ ভেবেছে আমি মনে হয় ওখানেই গাড়ি পার্ক করেছি।’’ সেই সময় গুগ্ল ম্যাপের স্ক্রিনশট তুলে রেখেছিলেন চালক। প্রমাণ হিসাবে সেই ছবিটিও রেডিটে পোস্ট করলেন তিনি।
I was stuck in traffic on Domlur flyover for so long today that Google Maps thinks I parked there
byu/jollypiraterum inbangalore
কিছু দিন আগে বিহার থেকে গোয়া যেতে গিয়ে এক পরিবার গাড়ি নিয়ে সোজা পৌঁছে গিয়েছিল কর্নাটকের গভীর অরণ্যে। কর্নাটকের বেলাগাভি জেলার খানাপুরের জঙ্গলে আটকে পড়ে গাড়িতেই গোটা রাত কাটাতে হয়েছিল তাদের। গুগ্ল নির্দেশিত সংক্ষিপ্ত রাস্তায় প্রবেশ করতেই বিপত্তি বেধেছিল। বনের ভিতরে প্রবেশ করার পর নেটওয়ার্কও হারিয়ে গিয়েছিল সকলের ফোনের। ফলে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভোর হওয়ার পর চার কিলোমিটার হেঁটে তাঁরা অবশেষে ফোনের নেটওয়ার্ক ফিরে পেয়েছিলেন। পুলিশকে ফোন করে সাহায্য চেয়েছিলেন তাঁরা। খবর পেয়ে জঙ্গল থেকে ওই পরিবারকে উদ্ধার করেছিল পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy