মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট একটি হাতি। ঘুরতে ঘুরতে হঠাৎই শাবক হাতিটি মুখোমুখি হল কেপ বাফেলো নামে আফ্রিকার এক ভয়ঙ্কর বুনো মহিষের প্রজাতির সঙ্গে। কেপ বাফেলোটি তেড়ে এল বাচ্চা হাতিটির দিকে। শাবককে বাঁচাতে মা হাতি তার দলবল নিয়ে ছুটে এল সেখানে। ভয়ে লেজ গুটিয়ে পালাল কেপ বাফেলোটি। বন্য জীবনের সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা মাঠের মধ্যে ছোট্ট লেজ দুলিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি শাবক হাতি। সেই মাঠেরই এক কোনায় আপন মনে ঘাস খাচ্ছিল একটি কেপ বাফেলো। বাচ্চা হাতিটিকে দেখে তার দিকে তেড়ে আসল দৈত্যাকার কেপ বাফোলোটি। শাবকটি ঘাবড়ে গেল। চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালাল। শুনে মনে হল যেন শাবকটি ভয় পেয়ে তার মাকে ডাকছে। মা সাড়াও দিল তার শিশুর ডাকে। বাচ্চাকে ভয় দেখিয়েছে দুষ্টু কেপ বাফেলো, তাই শাস্তি দেওয়ার জন্য দলবল নিয়ে ছুটে এল মা হাতিটি। ডাক ছাড়তে ছাড়তে শুঁড় তুলে ধেয়ে গেল কেপ বাফেলোটির দিকে। মা হাতির চণ্ডাল রূপ দেখে ভয় পেয়ে গেল কেপ বাফেলোটি। তৎক্ষণাৎ যুদ্ধের ময়দান ছেড়ে কেপ বাফেলোটি দৌড়ে পালিয়ে গেল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
‘হ্যাপি_এলিফ্যান্ট৪ইউ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন। নেটাগরিকেরা নানা রকম মন্তব্য করে মন্তব্যবাক্স ভরিয়ে তুলেছেন। দায়িত্ববান মা হাতির এই আচরণের প্রশংসা করেছেন নেটাগরিকেরা।