প্রতীকী ছবি।
ক্লাসরুমে হঠাৎ পিরিয়ডস! নতুন ছাত্রী বুঝতে পারছিলেন না কী করবেন। নতুন বলেই আলাপ হয়নি সবার সঙ্গে। যে দু’-এক জন ছাত্রীর সঙ্গে কথা হয়েছিল, তাঁদের জিজ্ঞাসা করে জানতে পেরেছেন স্যানিটারি ন্যাপকিন নেই। যন্ত্রণা এবং অস্বস্তিতে তাঁকে উসখুস করতে দেখে শেষে এগিয়ে এলেন এক ছাত্র। জিজ্ঞাসা করলেন, তাঁর কি কিছু প্রয়োজন? কোনও সাহায্য দরকার কি?
ব্যক্তিগত অভিজ্ঞতার কথা টুইটারে জানিয়েছেন ওই ছাত্রী। তিনি বলেছেন, ভারতীয় সংস্কৃতিতে মেয়েরা চট করে নিজেদের ঋতুজনিত সমস্যার কথা মুখ ফুটে কোনও পুরুষকে বলতে পারেন না। তিনিও পারেননি। সাহায্য করতে চাওয়া ওই ছাত্রকে তিনি বলেছিলেন, তিনি কাছেই কোনও একটি ওষুধের দোকানে যেতে চান। ছাত্রটি সে কথা শুনে তাঁকে নিয়ে ওষুধের দোকানে যান। নিজে গিয়ে স্যানিটারি প্যাড কিনে আনেন এবং বাইরে এসে একটি আইসক্রিমও কিনে দেন তাঁর সহপাঠীকে।
Today when I was in my training institute, I got my period. I didn't have sanitary napkins, and neither did that girl I knew in my class. During the class I was in so much pain, that the guy next to me noticed and asked if I needed anything.
— Ayushka (@AyuShhhhka) May 31, 2023
আয়ুষ্কা নামে এক টুইটার ব্যবহারকারী ঘটনাটির কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, নতুন শহরে পড়াশোনার জন্য এলেও তিনি ওই শহরের মানুষের প্রেমে পড়ে যাচ্ছেন রোজ। এমন সুন্দর মনের মানুষ তাঁদের ঘিরে রেখেছেন বলে।
আয়ুষ্কার এই টুইট ভাইরাল হয়েছে। নোটাগরিকেরা অনেকেই জানিয়েছেন, এটা খুব স্বাভাবিক একটা বিষয় হলেও এই বোধ বা চেতনা সবার থাকে না।
I asked him if we have any medical store near us. He searched for the directions,asked me to come with him during the break. We went to the store, he went in to buy the napkins, also bought me ice cream.I am so overwhelmed now I am literally falling for this city and its people.
— Ayushka (@AyuShhhhka) May 31, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy