অ্যাকোয়ারিয়ামের ভিতর ঘোরাফেরা করছে কয়েকটি বেলুগা তিমি। ভাল ভাবে দেখতে অ্যাকোয়ারিয়ামের কাছে গিয়েছে এক খুদে। বিশাল অ্যাকোয়ারিয়ামের ধার ঘেঁষে হাঁটছে সে। তাকে সঙ্গ দিচ্ছে অ্যাকোয়ারিয়ামের ভিতর থাকা একটি বেলুগা তিমিও। বাচ্চাটির সঙ্গে গতি মিলিয়ে সেও এগিয়ে যাচ্ছে। মাঝে মাঝে অবাক হওয়ার ভঙ্গিতে খুদের দিকে তাকাচ্ছেও বেলুগা তিমিটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘কেএফওটেক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, অ্যাকোয়ারিয়ামের বাইরে থাকা এক বাচ্চার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে একটি বেলুগা তিমি। বাচ্চাটি যে গতিতে অ্যাকোয়ারিয়ামের ধার ঘেঁষে হাঁটছে, সেই গতি মিলিয়েই অ্যাকোয়ারিয়ামের ভিতর সাঁতার কেটে এগিয়ে চলেছে তিমিটি। মাঝপথে হঠাৎ থেমেও যাচ্ছে বেলুগা তিমিটি। তার পর বাচ্চাটির দিকে মুখ হাঁ করে তাকিয়ে রয়েছে। যেন খুদেকে সেখানে দেখে অবাক হয়ে গিয়েছে সে। তিমির এমন ভঙ্গি দেখে থেমে যাচ্ছে বাচ্চাটিও। বার কয়েক এমনই অবাক হওয়ার ভঙ্গিতে শিশুটির দিকে তাকাল বেলুগা তিমি। তার পর মাথা বেঁকিয়ে শিশুর দিকে তাকাল সে।
আরও পড়ুন:
বাচ্চাটিও কম যায় না। বেলুগা তিমিকে দেখে সে-ও একই রকম ভাবে তার ঘাড় বেঁকিয়ে নীচু হয়ে গেল। সেখানেই শেষ হয়ে যায় ভিডিয়োটি। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। তবে খুদের সঙ্গে বেলুগা তিমির খেলার এই ভিডিয়োটি দেখে তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘বহু দিন পর এমন মিষ্টি ভিডিয়ো দেখলাম। আমার মন ভরে উঠল।’’
বেলুগা তিমিদের সাধারণত সুমেরু অঞ্চলের দূর সমুদ্রেই দেখা যায়। নির্জনে থাকতেই পছন্দ করে বেলুগারা। বেলুগারা সাদা তিমি নামেও পরিচিত। কণ্ঠের আওয়াজ বা ডাকের জন্য এরা বিখ্যাত। পূর্ণবয়স্ক বেলুগা তিমির সারা শরীর সাদা হলেও বাচ্চা অবস্থায় গায়ের রং থাকে গাঢ় ধূসর। মাথা সামনের দিকে উঁচু।