বলিউডের জনপ্রিয় গায়ক। হিন্দি ছবিতে গান গাওয়ার পাশাপাশি নিজের অ্যালবামও মুক্তি পেয়েছে তাঁর। বিশ্ব জুড়ে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। সম্প্রতি ভিড় রাস্তায় গিটার হাতে দেখা গেল গায়ককে। গাইলেন নিজের অ্যালবাম থেকে একটি গানও। কিন্তু তাঁকে কেউ ঘিরে ধরলেন না। জমল না ভিড়ও। সমাজমাধ্যমে বলি গায়ক আতিফ আসলামের এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘ভিশ.মিউজ়িক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, গিটার হাতে রাস্তায় দাঁড়িয়ে গান গাইছেন আতিফ। কালো জ্যাকেটের সঙ্গে রংমিলান্তি করে পরেছেন কালো রঙের প্যান্ট। পায়ে সাদা স্নিকার্স। নিজের অ্যালবাম থেকেই একটি গান গিটার বাজিয়ে গাইছেন তিনি।
সম্প্রতি গায়কের ইউটিউব অ্যাকাউন্ট থেকে ‘বর্ডারলেস ওয়ার্ল্ড’ অ্যালবামের প্রথম পর্ব মুক্তি পেয়েছে। সেই অ্যালবাম থেকেই নিজের লেখা, নিজের সুর বাঁধা ‘পীরা’ গানটি গাইতে দেখা গেল আতিফকে। ঘটনাটি লন্ডনের পিকাডিলি সার্কাসে ঘটেছে।
দেশ-বিদেশে কনসার্ট করলে আতিফের গান শোনার জন্য শ্রোতাদের ভিড় উপচে পড়ে। কিন্তু লন্ডনের রাস্তায় যেন তাঁকে কেউ চিনতে পারলেন না। কেউ নিজের মতো ছবি তুলছিলেন। কেউ আবার দূর থেকে দাঁড়িয়ে গান শুনছিলেন আতিফের। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে নেটাগরিকদের। এক জন মন্তব্য করে লেখেন, ‘‘আমার মনে হয় কেউ আতিফকে চিনতে পারেননি। না হলে এত বড় গায়কের গান শোনার সুযোগ কেউ হারাতে চাইতেন না।’’ আবার এক জন লিখেছেন, ‘‘পথ চলতে চলতে আতিফের দেখা পাব, ওঁর গান শুনতে পারব, এ তো সৌভাগ্য!’’