Advertisement
০২ জানুয়ারি ২০২৫
dog rescue

২৪ ঘণ্টা বরফের হ্রদে আটকে কুকুরছানা, ড্রোন উড়িয়ে উদ্ধার করলেন ভারতীয় তরুণ

হ্রদে আটকে পড়ে অজানা কারণে বা ভয় পেয়ে কুকুরটি তীরের দিকে আসতে চাইছিল না। স্থানীয় বাসিন্দা কিসান এই পরিস্থতিতে নিজের ড্রোনটিকে কাজে লাগান।

An Indian-origin resident, used his drone to rescue a dog stranded on a frozen lake in new jersey

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ ১৬:২৬
Share: Save:

নিউ জার্সির জমাট বাঁধা হ্রদে আটকে গিয়েছিল ২০ মাসের একটি কুকুরছানা। তাকে উদ্ধার করতে এগিয়ে এলেন ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। নাম কিসান পটেল। ২৪ ঘণ্টা পর কুকুরছানাটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। কুকুরটি কোথায় আটকে রয়েছে, ড্রোনের সাহায্যে তা দেখে পুলিশ সেটিকে উদ্ধার করে আনে। আর এই কাজে পুলিশকে সহায়তা করতে এগিয়ে আসেন কিসান। নিজের ড্রোন উড়িয়ে প্রথমে কুকুরছানাটিকে তীরের দিকে টেনে আনার চেষ্টা করে। এক টুকরো মাংস ড্রোনের সঙ্গে বেঁধে কুকুরটিকে প্রলুব্ধ করার চেষ্টা করে। মাংসের লোভে কিছুটা এগিয়ে এলেও পরে কুকুরটি সেখানেই বসে থাকে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড়দিনের সন্ধ্যায় ব্রুকলিন নামের কুকুরছানাটি নিজের মালিকের কাছ থেকে পালিয়ে এসে পার্সিপ্পানি হ্রদে আটকে যায়। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ কুকুরটিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বার বার চেষ্টা করে। ব্রুকলিন প্রায় সারা দিন বরফের মধ্যেই আটকে ছিল। ড্রোনের ক্যামেরায় তোলা ভিডিয়োয় দেখা গিয়েছে প্রবল ঠান্ডায় কুকুরটি কেঁপে কেঁপে উঠছে। অজানা কারণে বা ভয় পেয়ে সে তীরের দিকে আসতে চাইছিল না। স্থানীয় বাসিন্দা কিসান এই পরিস্থতিতে নিজের ড্রোনটিকে কাজে লাগান। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিসান জানান, তিনি নিজেও একটি কুকুরের মালিক। পোষ্যের এই অবস্থা হলে মালিকের মনের অবস্থা যে কী হয় তা তিনি খুব ভাল করেই উপলব্ধি করতে পারছেন।

রাত ঘনিয়ে আসার সঙ্গে কিসানের ড্রোন হ্রদে ব্রুকলিনের সঠিক অবস্থান শনাক্ত করার একটি হাতিয়ার হয়ে ওঠে। ড্রোন ক্যামেরায় ছবি দেখে এক পুলিশকর্মীকে ব্রুকলিনের কাছে পাঠানো হয়। তিনি সাবধানে ব্রুকলিনের কাছে যেতেই সে ভয় পেয়ে দ্রুত তীরের দিকে দৌড়তে থাকে। অবশেষে সে একটি বাড়ির বারান্দায় উঠে আশ্রয় নেয়। ব্রুকলিন নিরাপদ এবং অক্ষত অবস্থায় ফিরে আসার পর কিসান স্বস্তি প্রকাশ করে বলেন, ‘‘আমার ড্রোন একটি জীবন বাঁচাতে সাহায্য করেছে, এ জন্য আমি খুশি।’’ কুকুরটিকে তার মালিকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

অন্য বিষয়গুলি:

Dog rescue Christian Drone Indian Man New Jersey lake ice
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy