—প্রতীকী ছবি।
বেশ কিছু চাকরির আবেদন বাতিল করেছিলেন এক সংস্থার মানবসম্পদ বিভাগের কর্মী। তার পরই তাঁর মোবাইলে আসতে থাকে একের পর এক বার্তা। এমনকি রাতেবিরেতেও তাঁকে ফোন করে বিরক্ত করতে থাকেন সেই সব প্রত্যাখ্যাত চাকরি প্রার্থী যুবকেরা। সম্প্রতি নয়ডার এক মানব সম্পদ বিভাগের কর্মী হর্ষিতা মিশ্র নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন সমাজমাধ্যমে। প্রত্যাখ্যাত প্রার্থীদের কাছ থেকে পাওয়া বার্তাগুলির স্ক্রিনশট লিঙ্কডইনে পোস্ট করেছেন তিনি৷
হর্ষিতা জানিয়েছেন, এই প্রার্থীদের মধ্যে বেশ কয়েক জন চাকরিতে প্রত্যাখ্যান মেনে নিতে পারেননি। তাই তাঁদের আর একটি সুযোগ দেওয়ার জন্য ওই তরুণীকে চাপ দিতে চেয়েছিলেন। চাকরির জন্য প্রত্যাখ্যাত এক ব্যক্তি তাঁকে লিখেছেন, ‘‘চাকরির সাক্ষাৎকারের সময় যখন প্রথম দেখা হয়, তার পর থেকে আমি আপনাকে ভুলতে পারিনি। কারণ আপনাকে সে দিন ভীষণ সুন্দর লাগছিল।’’ একজন বার্তা পাঠিয়ে জানান, ‘‘আপনিই বিশ্বের সেরা সুন্দরী।’’
অনেকেই তাঁর সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে ‘সুন্দর’, ‘হট’ এই ধরনের বিশেষণগুলি ব্যবহার করেছিলেন। একজন তাঁকে আবার প্রেমের কবিতাও পাঠান বলে জানিয়েছেন হর্ষিতা।
এই ধরনের বার্তা পাওয়ার ঘটনায় বেশ বিব্রত ও বিরক্ত হর্ষিতা। তাঁর মতে সমস্যার তীব্রতা বোঝাতেই সমাজমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। এমনকি নিজের ফোন নম্বরও গোপন রাখেননি ওই তরুণী। হর্ষিতার দাবি, এই ধরনের অপেশাদারি ও বিরক্তিকর আচরণের মুখে পড়েও নিজে শান্ত ও অন্যের সম্মান বজায় রেখে চলেছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy