Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
viral video of birth

চলন্ত গাড়িতে বসে সাড়ে চার কেজির শিশুর জন্ম দিলেন ‘সুপারমম’! ভাইরাল ভিডিয়োয় চমকাল সমাজমাধ্যম

হাসপাতালে পৌঁছতে না পেরে ওই মহিলা যন্ত্রণায় কাতরাতে থাকেন। দ্রুত গতিতে গাড়ি চালিয়েও শেষরক্ষা হয়নি। মাঝপথেই সন্তান ভূমিষ্ঠ হয়।

A woman gave birth to a 4.5 kg baby in the family car

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ১০:৩৬
Share: Save:

প্রসববেদনায় ছটফট করতে করতে চলন্ত গাড়ির মধ্যে সাড়ে চার কেজি ওজনের সন্তানের জন্ম দিলেন এক মহিলা। সন্তান জন্মানোর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশিত হতেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো দেখে রীতিমতো চমকে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের পথে চলেছে গাড়ি। প্রসববেদনায় কাতরাচ্ছেন মহিলা। দ্রুত গতিতে গাড়ি চালিয়েও শেষরক্ষা হয়নি। মাঝপথেই সন্তান ভূমিষ্ঠ হয়। ‘ড.শীতল যাদব’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয় (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ভিডিয়োটি আমেরিকায় বেশ কিছু দিন আগে তোলা হয়েছিল, যা সম্প্রতি আবার ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মহিলার স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রসববেদনা ওঠে। আতঙ্কিত হয়ে পড়েন ওই যুবক। কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে শিশু মাঝপথে জন্ম নিতে চলেছে। হাসপাতালে পৌঁছতে সময় লাগায় তরুণীর স্বামী তাঁকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করেছিলেন। বিপদ বুঝে স্বামী দ্রুত তার সিটবেল্ট বেঁধে ফেলেন এবং উপায়ান্তর না দেখে যাত্রীর আসনেই প্রসবের জন্য প্রস্তুত হতে বলেন। কোনও চিকিৎসক বা স্বামীর সাহায্য না নিয়ে চলন্ত গাড়িতেই সুস্থ-সবল পুত্রসন্তানের জন্ম দেন ওই তরুণী। হাসপাতালে পৌঁছনোর পর সেখানকার কর্মীরা দ্রুত মা ও সদ্যোজাতের দায়িত্ব নেন। মা এবং শিশু উভয়ই নিরাপদ এবং সুস্থ ছিল বলে জানা গিয়েছে। একজন এক্স ব্যবহারকারী বলেছেন, ‘‘শক্তি এবং ধৈর্য্যের এক অবিশ্বাস্য গল্প। চলন্ত গাড়িতে একা সাড়ে চার কেজির শিশুকে প্রসব করা, উনি সত্যিই একজন ‘সুপারমম’!’’

অন্য বিষয়গুলি:

Car birth child Viral
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy