রাতের আকাশ মেঘে ঢাকা। সেই পুঞ্জ পুঞ্জ মেঘের মধ্যে থেকে বেরিয়ে এল অপার্থিব আলোর বিচ্ছুরণ। বেগনি, হলুদ, সবুজ রঙের আলোকরশ্মি ঘুরে ঘুরে নেমে আসতে দেখা গিয়েছে মেঘের আড়াল থেকে। মোহময় আলোর ছটা দেখে মনে হয়েছে যেন হাজার আতশবাজি জ্বালানো হয়েছে আকাশের বুকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সেটি নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে সেই ভিডিয়ো।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ঘটেছে কানাডায় ভ্যাঙ্কুভারে। আকাশের বুক চিরে বেরিয়ে আসা রহস্যময় আলো দেখে জল্পনা শুরু হয়ে গিয়েছে নেটমাধ্যমে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আকাশে ঘুরে বেড়াচ্ছে একটি অজানা গোল বস্তু। সেটি থেকে বেরিয়ে আসছে উজ্জ্বল আলোকরশ্মি। ভিডিয়োটি দেখে অনেকেই বলেছেন এটি ভিন্গ্রহের কোনও বস্তু হতে পারে। আবার কেউ কেউ এটিকে ড্রোন বলে দাবি করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ভিন্গ্রহীরা যদি এখানে এসে লুকিয়ে থাকতে চান তবে কেন তাঁরা আলো জ্বেলে পৃথিবীকে সতর্ক করবেন? এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো ২০ লক্ষ বার দেখা হয়েছে। অনেকে বলছেন এই আলোর উৎস হল অরোরা বোরিয়ালিস বা সৌরঝড়।
কয়েক দিন আগে সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল। এক তরুণী তাঁর বন্ধুদের সঙ্গে রাত কাটাতে পর্তুগালে এসেছিলেন এবং নিজস্বী তোলার চেষ্টা করছিলেন। হঠাৎ রাতের অন্ধকার আকাশে নীল আলোর একটি রেখা দেখা যায়। সেটি দেখে ওই তরুণীও বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন।