কমলা বিড়ালের উপস্থিতি আর দুষ্টুমির ঘটনা প্রায় সমার্থক। এই জাতের বিড়ালগুলি উচ্ছল প্রকৃতির ও মানুষের সঙ্গে লাফিয়ে-ঝাঁপিয়ে খেলা করতে পছন্দ করে। এই পোষ্যটি যেখানে উপস্থিত হয় সেখানেই ঘটে যায় মজার মজার কাণ্ড। অনেক সময় বেশ সমস্যাও উড়ে এসে জুড়ে বসে এদের জন্য। ঠিক তেমনই একটি ঘটনা ধরা পড়েছে ভিডিয়োয়। একটি খুদে বালিকা দোলনায় চড়ছিল। সেই দোলনার ঠিক উপরে আড়াআড়ি ভাবে থাকা লোহার দণ্ডে চড়ে বসছিল একটি কমলা রঙের বেড়াল। মেয়েটিকে দোল খেতে দেখে তারও বোধহয় শখ জেগেছিল দোলনায় চড়ার। সেই চেষ্টা করতে গিয়েই ঘটল বিপত্তি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায়।
‘স্কিবকিটি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পার্কে দোলনায় দুলছিল একটি বালিকা। দোলনার মাথায় উপর থাকা লোহার দণ্ডটি বেয়ে মেয়েটির ঠিক মাথার উপর চলে আসে বিড়ালটি। বেশ কয়েক বার পা ফস্কাতেই দোলনার দড়ি ধরে নামার চেষ্টা করে মার্জারটি। পা ফস্কে লোহার দণ্ড ধরে ঝুলে পড়ে সেটি। শেষমেশ নিয়ন্ত্রণ বজায় রাখতে না পেরে বালিকাটির কোলে পড়তেই ঘটে আরও এক দুর্ঘটনা। আচমকা কাঁধে বিড়ালটি পড়ে যেতেই দোলনা থেকে উল্টে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে যায় মেয়েটি। শেষ মুহূর্তে অদ্ভুত কায়দায় নিজেকে বাঁচিয়ে নেয় বালিকাটি। ডিসেম্বর মাসে পোস্ট করা এই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ৪ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিয়োয় ভালবাসা এঁকে দিয়েছেন।