Advertisement
১৩ জানুয়ারি ২০২৫
message from pakistan

পড়শি দেশের কাঁটাতার পেরিয়ে শিক্ষকের জন্য এল বিশেষ বার্তা! প্রতিক্রিয়ার ঝড় সমাজমাধ্যমে

চণ্ডীগড় নিবাসী এক শিক্ষকের কাছে আসা সেই বার্তা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। শিক্ষক নিজেই সেই বার্তাটি ভাগ করেছেন সকলের সঙ্গে।

A UPSC mentor got message from a Pakistani student seeking guidance for competitive exams

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১২:১৪
Share: Save:

জ্ঞান মানে না কাঁটাতারের সীমানা, মানে না দুই দেশের বৈরিতাও। তাই পড়শি দেশের ছাত্রের কাছ থেকে এ দেশের শিক্ষকের কাছে এসে পৌঁছল কৃতজ্ঞতাভরা বার্তা। পাকিস্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষার এক ছাত্রের কাছ থেকে চণ্ডীগড় নিবাসী এক শিক্ষকের কাছে আসা সেই বার্তা সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ওই শিক্ষক নিজেই সেই বার্তাটি ভাগ করেছেন সকলের সঙ্গে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাঁর থেকে পরামর্শ চেয়েছেন সীমান্তের ও পারের এক জন ছাত্র। সেই বার্তারই একটি স্ক্রিনশট শেয়ার করেছেন শেখর দত্ত নামের ওই শিক্ষক। সমাজমাধ্যম এক্সে তিনি তাঁর পোস্টটিতে লিখেছেন, শিক্ষার কোনও সীমানা হয় না। ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে হয় তার জন্য অনলাইনে বিভিন্ন ক্লাস পরিচালনা করেন শেখর।

পাকিস্তান থেকে যে ছাত্র তাঁকে বিশেষ বার্তা পাঠিয়েছেন তিনি নিজেকে একজন সমাজবিজ্ঞানী এবং পাকিস্তানের ‘সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসেস’ (সিএসএস) পরীক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন। তিনি তাঁর বার্তায় লিখেছেন ‘‘আশা করি আপনি ভাল আছেন। আমি পাকিস্তানের এক সমাজবিজ্ঞানী। আমি জানি আপনি ইউপিএসসির পরীক্ষার পরামর্শদাতা। আমার আসন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার শুভকামনা পেতে চাই। তাই আমি এই বার্তাটি পাঠাচ্ছি।’’ তিনি আরও লেখেন, পরীক্ষায় এটি তাঁর দ্বিতীয় প্রচেষ্টা এবং তিনি নিজের ভবিষ্যৎ সম্পর্কে খুব বিভ্রান্ত ছিলেন। পাক নাগরিক ভারতের শিক্ষককে ধন্যবাদ জানিয়ে লেখেন, তিনি প্রতি দিন শেখরের অনলাইন পোস্টগুলি অনুসরণ করেন। তিনি লিখেছেন, ‘‘আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ধন্যবাদ।’’ একজন শিক্ষক এবং একজন ছাত্রের মধ্যে সীমানা পেরিয়ে আসা আন্তরিক বার্তা বিনিময়ের প্রশংসা করেছেন নেটাগরিকেরা। এক জন সমাজমাধ্যমকারী লিখেছেন, ‘‘সমস্ত সীমানা মানুষের তৈরি।’’ আর এক জন শেখরের উদ্দেশে লিখেছেন, ‘‘আপনি মহান শিক্ষক, তাই প্রতিবেশী দেশের লোকেরা আপনাকে ভালোবাসে।’’

অন্য বিষয়গুলি:

Student Pakistan UPSC Social Post
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy