Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Russian tanker split

ঝড়ের তাণ্ডবে দু’টুকরো রাশিয়ার তেলের ট্যাঙ্কার! কৃষ্ণ সাগরে ভাসছে টন টন তেল

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সে দেশের মূল ভূখণ্ড এবং ক্রাইমিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালীতে ট্যাঙ্কার দু’টি ঝড়ের কবলে পড়ে।

A Russian oil tanker carrying oil products split apart in sea during a heavy storm

ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৩:৪৪
Share: Save:

প্রবল ঝড়ের মুখে পড়ে দু’টুকরো হয়ে গেল রাশিয়ার একটি তেলের ট্যাঙ্কার। ট্যাঙ্কারটিতে কয়েক হাজার টন তেল ছিল। রবিবার প্রবল ঝড়ের কারণে কৃষ্ণ সাগরের কের্চ প্রণালীতে ট্যাঙ্কারটি ক্ষতিগ্রস্ত হয়। সমস্ত তেল ছড়িয়ে পড়ে সমুদ্রে। একই সঙ্গে আরও একটি ট্যাঙ্কার ক্ষতির মুখে পড়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত এক জন নিহত হয়েছেন। ভেঙে যাওয়া ‘ভলগোনেফ্ট ২১২’ নামের ট্যাঙ্কারটিতে ১৫ জন আরোহী ছিলেন। দ্বিতীয় ট্যাঙ্কার ‘ভলগোনেফ্ট ২৩৯’ ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রে ভেসে বেড়াচ্ছিল। এটিতে ১৪ জনের একটি দল রয়েছে। দু’টি ট্যাঙ্কারেরই ৪ হাজার ২০০ টন তেল বহন করার ক্ষমতা রয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, সে দেশের মূল ভূখণ্ড এবং ক্রাইমিয়ার মধ্যবর্তী কের্চ প্রণালীতে ট্যাঙ্কার দু’টি ঝড়ের কবলে পড়ে। বোট, হেলিকপ্টার এবং ৫০ জনেরও বেশি কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। এই কের্চ প্রণালী দিয়েই রাশিয়ার অধিকাংশ তেলবাহী জাহাজ ও ট্যাঙ্কার রফতানির কাজে যাতায়াত করে। রাশিয়ার আপৎকালীন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম ট্যাঙ্কারটি কের্চ প্রণালীর দক্ষিণ প্রান্তে তামান বন্দরের উপকূল থেকে ৮০ মিটার দূরে চলে যাওয়ার পরেও অন্য ট্যাঙ্কার এবং এর ক্রুদের সঙ্গে যোগাযোগ করেছিল। প্রতিকূল আবহাওয়ার জন্য ‘ভলগোনেফ্ট ২৩৯’-এর আরোহীদের উদ্ধারকাজ ব্যাহত হয়েছে। সমুদ্রে পড়ে নষ্ট হওয়া তেলের পরিমাণ অথবা ট্যাঙ্কারগুলির মধ্যে একটি কী ভাবে গুরুতর ক্ষতির মুখে পড়ল, সে সম্পর্কে বিশদ বিবরণ দেয়নি রাশিয়া সরকার।

অন্য বিষয়গুলি:

Russia Tanker Oil Strom sea putin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy