ছবি টুইটার।
সকাল শুরু হতেই রোজকারের সেই চেনা ছবি ধরা পড়েছিল রাস্তায়। দোকান-পাট খুলেছে। দৈনন্দিন কাজ শুরু হয়েছে। এমন সময় রাস্তায় ভীম গতিতে ধেয়ে আসতে দেখা গেল এক গন্ডারকে।
রাস্তায় রীতিমতো দৌড় লাগিয়েছে গন্ডার। তা দেখে কয়েক মুহূর্তে চোখ ছানাবড়া হয়ে গিয়েছে এলাকাবাসীদের। গন্ডারের মুখোমুখি হওয়ার ভয়ে কেউ কেউ দৌড়ে পালালেন। কিন্তু গন্ডারের তাতে কোনও ভ্রুক্ষেপ নেই। সে আপন ছন্দেই দৌড়চ্ছে।
When the human settlement strays into a rhino habitat…
— Susanta Nanda IFS (@susantananda3) August 5, 2022
Don’t confuse with Rhino straying in to a town pic.twitter.com/R6cy3TlGv1
এমনই এক ভিডিয়ো টুইট করেছেন সুশান্ত নন্দা নামে বন দফতরের এক আধিকারিক। ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। গন্ডারটি কি সকাল সকাল জগিং করছিল? ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর এমন প্রশ্নই দানা বেঁধেছে অনেকের মনে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy