দৃষ্টিতে একই সঙ্গে রাগ আর অনুকম্পা ঝরে পড়েছে ছবি : টুইটার।
খাওয়ার পর পাতে পড়ে থাকা উচ্ছিস্ট অনেকেই জীবজন্তুদের খাওয়ান। ভাবুন তো, তারা যদি সেই খাবার দেখেও মুখে না তুলে প্রত্যাখ্যান করে, শুধু উচ্ছিষ্ট বলেই। গায়ে লাগবে না? এঁটো খাবার দেখে এক বাঁদরের এমনই ভাবভঙ্গি লজ্জায় ফেলেছে নেটাগরিকদের।
বাঁদরদের কলা প্রীতি কারও অজানা নয়। চোখে পড়লে হাত থেকে ছিনিয়ে নিয়ে খাওয়াও তাদের অভ্যাস। কিন্তু এই বাঁদরটি তেমন নয়। বরং এক ব্যক্তি অর্ধেক কলা নিজে খেয়ে বাকিটা তাকে খেতে দেওয়ায় সে অদ্ভুত দৃষ্টিতে জরিপ করে মানুষটিকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। বাঁদরের ওই দৃষ্টি দেখে নেটাগরিকেরা বলেছেন, ‘‘এই দৃষ্টি দেখে অপমান বোধ হচ্ছে।’’
আধখাওয়া কলা খেতে দেওয়ায় বাঁদরটি যে ভাবে জরিপ করেছে মানুষটিকে, তাতে একই সঙ্গে রাগ আর অনুকম্পা ঝরে পড়েছে বলে মত নেটাগরিকদের। কেউ বলেছেন, ‘‘আমিও আমার পোষ্যদের নিজের খাওয়া খাবার দিয়ে থাকি। কিন্তু এই দৃষ্টি দেখে মরমে মরে যাচ্ছি আমি।’’ আবার অনেকে বাঁদরে ভাব ভঙ্গি দেখে লিখেছেন, ‘‘এত জোড়ালো আবেগ অতিবড় অভিনেতার মুখেও দেখা যায় না।’’
Cuando voy a la panadería y me quieren ofrecer algo de salvado pic.twitter.com/H5bVR7zf0t
— Matías (@MatiasPe_) May 10, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy