১৬ টি এটিএম কার্ড ব্যবহার করে প্রায় ১৮ লক্ষ টাকার জালিয়াতি। সেই টাকা দিয়ে বান্ধবীর পিঠের অস্ত্রোপচার ও তাঁর স্বামীর হৃদরোগের চিকিৎসা। বাকি টাকা থেকে ওই বান্ধবীকেই একটি গাড়ি এবং একটি স্কুটারও উপহার দিয়েছিলেন মাইসুরুর বাসিন্দা রাজীব প্রহ্লাদ কুলকার্নি। এত কাণ্ডের পর অবশেষে তিনি ধরা পড়লেন পুলিশের জালে। কুলকার্নির কাছ থেকে ১৬৬টি এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুণে শহরকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে এই আর্থিক প্রতারণাগুলি। মূলত বয়স্ক মানুষদের সাহায্য করার অছিলায় এটিএম কার্ড হাতিয়ে রাজীব এই জালিয়াতি করতেন বলে পুলিশের অভিযোগ।
এক বৃদ্ধ পুলিশে এসে অভিযোগ করেন ২ ফেব্রুয়ারি তাঁর এটিএম কার্ড ব্যবহার করে ২২ হাজার টাকা তোলা হয়েছে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। সে সময় বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশ ৫ ফেব্রুয়ারি নবি পেঠ থেকে রাজীবকে গ্রেফতার করে।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, বয়স্ক ব্যক্তিদের ফাঁদে ফেলতে তিনি একটি সহজ পদ্ধতি অবলম্বন করেছিলেন। তিনি এটিএম কিয়স্কের সামনে অপেক্ষা করতেন। যখনই কোনও বয়স্ক ব্যক্তিকে ভেতরে আসতে দেখতেন রাজীব তাঁদের পিছনে গিয়ে দাঁড়াতেন। টাকা তুলতে সাহায্য করার প্রস্তাব দিতেন ও তাঁদের পিন নম্বরটি জেনে নিতেন। কথার ছলে ভুলিয়ে প্রতারিতদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিতেন রাজীব। একটি পুরনো ব্লক করা কার্ড দিয়ে বয়স্কদের কার্ডগুলি তিনি পাল্টে দিতেন। পরে চুরি করা কার্ড এবং পিন ব্যবহার করে টাকা তুলতেন রাজীব।