Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
viral video of plane

কালো রঙের বিশাল এক প্রাণী নিয়ে বিমানে উঠলেন যাত্রী! চিৎকার করে উঠলেন বিমানকর্মীরা

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করেন কনটেন্ট নির্মাতা ও জীবনধারা সম্পর্কিত প্রশিক্ষক রব।

A man boarded in plane with a big great den, what happened next

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১০:২১
Share: Save:

বিমানে চড়ছিলেন এক যাত্রী, সঙ্গে তাঁর এক সহায়ক। যাকে দেখে চক্ষু চড়কগাছে বিমানকর্মী থেকে সহযাত্রীদের। বিশাল আকারের এক পোষ্য নিয়ে বিমানে উঠেছিলেন ওই যাত্রী। পোষ্যটি একটি গ্রেট ডেন! কালো রঙের দীর্ঘদেহী কুকুরটিকে নিয়ে বিমানে ওঠার একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। কিছু প্রাণী আছে যারা শুধুমাত্র পোষ্য নয়। তারা এমন এক সঙ্গী, যা মানসিক বা শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন এমন ব্যক্তিদের মানসিক শান্তি দিতে পারে। এই কুকুরটি তেমনই বলে ওই যাত্রী দাবি করেছেন। বিমানে এই প্রাণীদের নিয়ে ওঠার ক্ষেত্রে বেশ কয়েকটি দেশে আইনি ছাড়পত্র পাওয়া যায়। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আইনের অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, কুকুর নিয়ে বিমানের দরজা দিয়ে ওঠার সময়ই সহযাত্রী ও বিমানকর্মীরা কার্যত অবাক হয়ে যান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেন কনটেন্ট নির্মাতা ও জীবনধারা সম্পর্কিত প্রশিক্ষক রব। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে সহায়ক প্রাণীটিকে দেখে বিমানের কর্মীরা ওই যাত্রীর দিকে তাকিয়ে কোনও উৎসাহ বা হাসি ছাড়াই তাঁকে শুভেচ্ছা জানান। কুকুরটি মহিলা বিমানকর্মীর দিকে এগিয়ে যেতেই তিনি চিৎকার করে ওঠেন। এই আচরণ নিয়ে পোস্টে প্রশ্ন তোলেন রব।

এক্সের পাতাতেও পোস্ট হয় এই ভিডিয়োটি। সেখানে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই সমাজমাধ্যমের পাতায় লিখেছেন, এত বড় একটি কুকুরকে বিমানের ভিতরে আনা উচিত হয়নি। ‘‘এক জন মানুষের মানসিক সমর্থনের জন্য শত শত মানুষের মানসিক কষ্ট! এটা হাস্যকর”, বলে লিখেছেন আরও এক জন।

অন্য বিষয়গুলি:

Dog plane flight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy