ভাইরাল হওয়া একটি জঙ্গল সফারির ভিডিয়োয় দেখা যাচ্ছে জঙ্গলে বসে বিশ্রামরত সিংহীদের একটি পালের সামনে এসে দাঁড়িয়েছে পর্যটকদের গাড়ি। ছবি : টুইটার।
বন ভ্রমণে বেরিয়ে বন্য জন্তুদের কাছ থেকে দেখার অনুভূতি নিঃসন্দেহে রোমাঞ্চকর, কিন্তু তাদের মুখের গোড়ায় পৌঁছে যাওয়া কাম্য নয়। কারণ সেক্ষেত্রে গায়ে কাঁটা দেওয়া রোমঞ্চ আচমকাই বদলে যেতে পারে ত্রাসে। হতে পারে প্রাণ সংশয়ও। ঠিক যেমনটি হয়েছে এই জঙ্গল সাফারিতে।
ভাইরাল হওয়া একটি জঙ্গল সফারির ভিডিয়োয় দেখা যাচ্ছে জঙ্গলে বসে বিশ্রামরত সিংহীদের একটি পালের সামনে এসে দাঁড়িয়েছে পর্যটকদের গাড়ি। গাড়িটির দরজা বন্ধ। জানলার কাচও তোলা। ভিতর থেকে মোবাইলে সিংহীদের বিশ্রামের ছবি তুলছিলেন সাফারির রোমাঞ্চ নিতে বেরনো পর্যটক। আচমকাই এক সিংহীকে দেখা গেল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতে। তার পর কয়েক পা এগিয়ে গাড়ির একেবারে সামনে চলে এল সে।
Lions don't concern them with the opinion of sheep. pic.twitter.com/l998XRyM8Y
— Lynne McCarthy (@LynneMcCarthy) October 10, 2017
সিংহীকে কাছে আসতে দেখে গাড়িটি সামান্য এগোতে শুরু করেছিল। কিন্তু সে একেবারে গাড়ির দরজার কাছে এসে কাচে মুখ দিয়ে দাঁড়াতেই গাড়িটি থেমে যায়। ভিতরে তখনও ভিডিয়ো করছেন সাফারিতে আসা পর্যটক। কয়েক মুহূর্ত ক্যামেরার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় সিংহীকে। তার পরেই একটা খুট করে শব্দ। আচমকাই দেখা যায় গাড়ির দরজার পাল্লা খুলে ফেলেছে সিংহী। দরজাটি সে টানতেই ভিতরে পর্যটকদের চিৎকার শোনা যায়। তার পরেই মুখ ঘুরে যায় ক্যামেরার। বোঝাই যায়, আতঙ্কে আর ক্যামেরার রেকর্ডিংয়ের কথা মাথায় নেই ওই পর্যটকের। তিনি তখন নিজেকে বাঁচাতে ব্যাস্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy