Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
viral video of dolphin

ঠোঁটের উপর বিয়ারের বোতল! অদ্ভুত কায়দায় সমুদ্রে সাঁতার কেটে বেড়াচ্ছে ডলফিন

ভিডিয়োয় দেখা গিয়েছে নীল জলের উপর সাতাঁর কেটে ভেসে আসছে ডলফিনটি। সেটির ঠোঁটে উপর আছে বড় একটি বিয়ারভর্তি বোতল।

A dolphin spotted off the coast of Australia balancing a beer bottle on its beak

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ ১২:৪২
Share: Save:

সমুদ্রের জলে দূষণ দিন দিন মাত্রাছাড়া হয়ে পড়ছে। সমুদ্র দূষণের প্রভাব সামুদ্রিক জীবের বাস্তুতন্ত্রে পরিবর্তন আনছে। নানা বিপজ্জনক বস্তুর সঙ্গে সহাবস্থান করে নিতে বাধ্য হচ্ছে সমুদ্রে বসবাসকারী জীবেরাও। তেমনই এক ঘটনার দেখা মিলল অস্ট্রেলিয়ার সমুদ্রে। উপকূলের কাছাকাছি এক এলাকায় দেখা মিলল ডলফিনের। ঠোঁটের উপর একটি বিয়ারের বোতল নিয়ে দিব্বি সাঁতার কেটে বেড়াতে দেখা গেল তাকে। মজার এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করা হয়েছে একটি বোটের উপর থেকে। এক্স হ্যান্ডলে সম্প্রতি নজর কেড়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

রেনবো বিচের কাছাকাছি এলাকায় তোলা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে নীল জলের উপর সাতাঁর কেটে ভেসে আসছে ডলফিনটি। সেটির লম্বা ঠোঁটের উপর আছে বড় একটি বিয়ারভর্তি বোতল। সরু ঠোঁটে আড়াআড়ি ভাবে ভারসাম্য বজায় রেখে বোতলটি নিয়ে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। মাঝে মাঝে বোতলটি নিয়ে জলের ভিতরে ডুব দিয়ে আবার ভেসে উঠেছে ডলফিনটি। কিছুসময় খেলা করার পর বোতলটি জলে ফেলে দিয়ে জলের মধ্যে ঘুরে বে়ড়াতে থাকে সেটি। ঘটনাটি যাঁরা ক্যমেরাবন্দি করছিলেন তাঁরাও ডলফিনটির এ-হেন কাণ্ড দেখে অবাক হয়েছেন। মাত্র কয়েক ঘণ্টা আগে পোস্ট করা ভিডিয়োটিতে ১২ হাজারের বেশি লাইক জমা পড়েছে। ডলফিনটিকে দেখে নানা মজার মন্তব্য জমা হয়েছে সমাজমাধ্যমে।

অন্য বিষয়গুলি:

Bottle Dolphin Australia sea Coast Beer Swimming
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy