স্ত্রীকে মোপেড উপহার প্রতিবন্ধী ভিখারির। ছবি: সংগৃহীত
তিন চাকার গাড়ি ঠেলে নিয়ে যেতে কষ্ট হত স্ত্রীর। বুঝতে পেরে ৯০,০০০ টাকা দিয়ে একটি মোপেড কিনে স্ত্রীকে উপহার দিলেন এক প্রতিবন্ধী ভিখারি। ঘটনাটি মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায়। তাঁর নাম সন্তোষ সাহু।
সন্তোষের দু’টি পা-ই অসাড়। আর্থিক অবস্থাও ভাল নয়। তাই দিনে দু’বেলা খাবার জোটানোর আশায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করেন তিনি। সঙ্গী হিসাবে থাকেন তাঁর স্ত্রী মুন্নি। চলাফেরায় অক্ষম হওয়ায় তিন চাকার একটি গাড়ির উপরে বসে থাকেন সন্তোষ। পিছন থেকে গাড়ি ঠেলে নিয়ে যান তাঁর স্ত্রী। মন্দির-মসজিদ-বাস স্ট্যান্ডের সামনে দু’জন মিলে ভিক্ষা করে দিনের শেষে ৩০০ থেকে ৪০০ টাকা পান।
তবে, মোপেড কেনার জন্য এত টাকা জোগাড় করা সন্তোষের পক্ষে খুব সহজ কাজ ছিল না। চার বছর ধরে ধীরে ধীরে টাকা জমিয়ে তিনি মোপেডটি কিনেছেন।
নেটমাধ্যমে এই দম্পতির ছবি বিপুল পরিমাণে ছড়িয়েছে। নেটাগরিকেরা মন্তব্য করেছেন, আজকাল ভালবাসার এ রকম দৃষ্টান্ত সচরাচর দেখা যায় না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy