Advertisement
২১ সেপ্টেম্বর ২০২৪
snake in station

প্ল্যাটফর্মে এঁকেবেঁকে ঘুরে বেড়াচ্ছে ৬ ফুটের সাপ, আতঙ্কে দিশেহারা যাত্রীরা

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে কালো রঙের বেশ মোটা একটি সাপ একেবেঁকে ছুটে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে।

6 feet snake was spotted slithering along the platform

ছবি: এক্স থেকে নেওয়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪
Share: Save:

রেলস্টেশনে সাপের আতঙ্ক! তাতেই হুলস্থুল। সম্প্রতি হৃষীকেশের যোগনাগরী রেলস্টেশনে দেখা গেল প্রায় ৬ ফুট লম্বা একটি সাপকে। রেলের ট্র্যাক ছেড়ে সটান সেটি উঠে আসে প্ল্যাটফর্মে। সম্প্রতি এক্স সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) যাতে দেখা গিয়েছে কালো রঙের বেশ মোটা সাপটি একেবেঁকে ছুটে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে।

সাপটিকে দেখে আতঙ্ক ছড়ায় স্টেশনে অপেক্ষারত যাত্রীদের মধ্যে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সাপটি প্ল্যাটফর্মের একটি বেঞ্চের নীচে থেকে সাপটি হঠাৎ করেই বেরিয়ে আসে। তার পর খানিকটা সরে গিয়ে আর একটি ফাঁকে ঢুকে বসে থাকে সেটি। অবশেষে সাপটিকে ধরা গেল কি না, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে ভাইরাল ওই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটি দেখে মন্তব্যের ঝড়ও উঠেছে সমাজমাধ্যমে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Snake Viral Viral Video station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE