অটোয় আসনসংখ্যা সর্বসাকুল্যে চারটি। আর সেই চার আসনে বসে রয়েছেন ১৯ জন যাত্রী! ছোট জায়গার মধ্যে একে অপরের গায়ের উপর চড়ে বসে রয়েছেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অদ্ভুত সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ঝাঁসি শহরে। ঘটনাটির ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিয়োটিকে কেন্দ্র করে হইচইও পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, ওই অটোর চালক ট্র্যাফিক আইন লঙ্ঘন করে চার জনের বদলে ১৯ জন যাত্রীকে নিয়ে যাচ্ছিলেন। বিষয়টি পুলিশের নজরে পড়ে। এর পরেই অটো এবং যাত্রী-সহ চালককে আটক করে পুলিশ। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ছোট অটোর ভিতরে গাদাগাদি করে বসে রয়েছেন যাত্রীরা। চালকের দু’পাশে তিন জন বসে। পিছনে বসে প্রায় ১৫-১৬ জন। এক অপরের গায়ের উপর উঠে বসে রয়েছেন তাঁরা। থানায় পৌঁছনোর পর একে একে বেরিয়ে আসেন তাঁরা।
আরও পড়ুন:
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সচিন গুপ্ত’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। উত্তরপ্রদেশের ওই শহরে পথনিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।