জাপানের পুরনো ক্যালেন্ডার অনুযায়ী, প্রতি বছর শীতের শেষ দিনে টোকিয়ো শহরের জ়োজো মন্দির মেতে ওঠে ‘সেৎসুবুন’ উৎসবে। বিভিন্ন বয়সের মানুষ কাল্পনিক দানব ‘ওউগা’কে তাড়াতে সেঁকা সয়াবিনের দানা ছোড়েন। হুল্লোড়ে সামিল হয় কচিকাঁচারাও। সুখ ও শান্তির কামনায় এই উৎসব পালন করেন জাপানবাসী।