প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস
বকেয়া মহার্ঘ ভাতা মেটানো-সহ তিন দফা দাবিতে সোমবার পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছিল সরকারি কর্মীদের সংগ্রামী যৌথমঞ্চ। সারা রাজ্য জুড়ে পালন হল সেই কর্মসূচি। এর পাশাপাশি, ১০ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনারের সামনে অবস্থান মঞ্চে আমরণ অনশনে বসেছেন চার জন আন্দোলনকারী। তাঁদের মধ্যে এক জনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি সংগ্রামী যৌথমঞ্চের। তবে তাঁদের আন্দোলনের কারণে ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা মাধ্যমিক পরীক্ষায় কোনও সমস্যা হবে না বলেই দাবি বিক্ষোভরত সরকারি কর্মীদের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy