প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
বুধবার সকাল ১০টা নাগাদ বিবাদী বাগ চত্বরে টেলিফোন ভবনের পিছনে শরাফ হাউস নামের একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের ভিতরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের দফতর-সহ বেশ কিছু অফিস রয়েছে। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় ওই বহুতলের উপরের অংশটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের খবর পেয়ে কয়েক পা দূরেই রাজভবন থেকে রাস্তায় বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পৌঁছন বিবাদী বাগ চত্বরে। তাঁদেরকে বেশ কয়েক মিনিট কথাও বলতে দেখা যায়। ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও। অবশেষে অফিসপাড়ার সেই আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ দমকল বাহিনীর এক আধিকারিক জানিয়ে দেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। অসুস্থ হয়ে পড়া কিছু দমকলকর্মীর শুশ্রূষা চলছে হাসপাতালে। সুজিত বসু জানিয়েছেন, আগুন লাগার কারণ জানতে তদন্ত হবে, খতিয়ে দেখা হবে কোনও অবৈধ নির্মাণ ছিল কিনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy