Watch video: ‘Wall of belief’ in Kota Rajasthan is popular amongst many students dgtl
Kota
কোটা শহরে পড়ুয়াদের ভরসা ‘বিশ্বাসের দেওয়াল’
দেশের নানা প্রান্ত থেকে জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে আসে পড়ুয়াদের ভরসা যোগায় কোটার এক মন্দিরের দেওয়াল।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:৩৭
Share:Save:
রাজস্থানের কোটা শহর থেকে একটু দূরে এই মন্দিরে আসেন নিয়মিত আনাগোনা পড়ুয়াদের। দেশের নানা প্রান্ত থেকে জাতীয় স্তরে প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য পড়ুয়ারা আসেন কোটা শহরে। বাড়ি থেকে দূরে, এই মন্দিরের দেওয়ালে নিজেদের মনের ইচ্ছের কথা লিখে রাখেন তাঁরা।