রামনবমীর মিছিল নিয়ে ‘হিংসার ঘটনা’। উত্তপ্ত হাওড়ার শিবপুর, হুগলির রিষড়া। ‘অশান্তি’ ইসলামপুর, ডালখোলাতেও। রাজ্য বিজেপির দাবি, হামলা হয়েছে দিলীপ ঘোষ এবং বিজেপি বিধায়ক বিমান ঘোষের উপরেও। এই পরিস্থিতিতে দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে হিংসার ঘটনায় একযোগে এনআইএ তদন্তের দাবি জানালেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী এবং জগন্নাথ সরকারেরা। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য, “পশ্চিমবঙ্গের অবস্থা এখন পুরনো কাশ্মীরের মতো। বাংলায় বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। আমরা এনআইএ তদন্তের দাবি করছি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছি।” আরও একধাপ এগিয়ে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুললেন বাঁকুড়ার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর বক্তব্য, “পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। বাংলায় এখনই ৩৫৬ ধারা জারি করা হোক।” কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর বক্তব্য, “ইসলামপুরে দেশের সব থেকে বড় রামনবমীর মিছিল হয়। ৩ লক্ষ মানুষ এই মিছিলে শামিল হয়। পুলিশের কথাতেই এ বার মিছিলের রাস্তা বদল করা হয়েছে। আর এখন আয়োজকদের উপর দোষ চাপানো হচ্ছে। এমন অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে, যাঁরা মিছিলে অংশই নেননি।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy