Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
Sukanya Mondal Arrest

মা হারা সুকন্যার গ্রেফতারি ‘মানবিক নয়’, মন্তব্য কুণালের, বাবার সামনে জেরার ভাবনায় ইডি

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ৩ দিনের ইডি হেফাজত। বাবা-মেয়ে মুখোমুখি জেরার পরিকল্পনায় ইডি।

প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৩ ২০:২০
Share: Save:

অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৯ মাস পর গারদে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। বুধবার দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, বয়ানে অসঙ্গতির কারণেই সুকন্যাকে গ্রেফতার করেছে ইডি। সুকন্যা মণ্ডলের নামে বীরভূমে ১২০ কাঠা জমি রয়েছে। গরু পাচারের টাকা বিনিয়োগ করতেই এই বিপুল জমি কেনা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখবেন তদন্তকারীরা। ইডির নজরে রয়েছে শিবশম্ভু রাইস মিলও। সেখানে সুকন্যার অংশীদারিত্ব নিয়েও তদন্ত করবেন ইডি আধিকারিকেরা। প্রয়োজনে তিহারে বন্দি থাকা অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনাও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বুধবার সুকন্যার গ্রেফতারির পর সম্পত্তি সংক্রান্ত বিষয় জনসমক্ষে নিয়ে আসার দাবি জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “কিছু দিন হয়েছে মা মারা গিয়েছে, বাবা জেলেও। মেয়েটিকে গ্রেফতার না করে তদন্ত এগিয়ে নিয়ে গেলে বিষয়টি মানবিক হত।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE