প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ: তীর্থঙ্কর, সম্পাদনা: শুভাশিস
সমাজবিজ্ঞান চর্চার কেন্দ্র সেন্টার ফর স্টাডিজ় ইন সোশ্যাল সাইন্সেস, কলকাতা পঞ্চাশে পড়ল। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রে উঠে এসেছে সমাজবিজ্ঞান চর্চার নতুন নতুন দিক। কাজ করেছেন অধ্যাপক অমিয়কুমার বাগচি, অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানুষ। স্বাধীন মুক্ত গবেষণার কেন্দ্র হিসেবে এই প্রতিষ্ঠান জন্ম দিয়েছে বহু কৃতীর। যেমন অধ্যাপক তপতী গুহঠাকুরতা। প্রথমে ছাত্রী ও পরে শিক্ষিকা এবং প্রতিষ্ঠানের ডিরেক্টর হিসাবে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকেছেন তিনি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট যখন উচ্চশিক্ষার কেন্দ্রগুলিতে আঘাত হানছে, তখন এই প্রতিষ্ঠানকেও সম্মুখীন হতে হচ্ছে বিভিন্ন বাধার। তা সত্ত্বেও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুদানে সেন্টার ফর স্টাডিজ় ইন সোশাল সায়েন্সেস আরও নতুন গবেষণার জন্ম দেবে বলে আশাবাদী প্রতিষ্ঠানের বর্তমান ডিরেক্টর অধ্যাপক রোসিংকা চৌধুরি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy