বাড়ির সামনে কুয়ো খুঁড়লেন কুশল ভিল। তিনি গুজরাতের ছোট উদয়পুরে বাসিন্দা। জলের তীব্র অভাব, পানীয় জল আনতে হয় বহু দূর থেকে। তাই, সরকারের সাহায্যের অপেক্ষা আর করেননি। নিজ উদ্যোগে দু-মাস ধরে প্রায় ৪০ ফুট গভীর কুয়ো খুঁড়ে ফেলেন কুশল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy