নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক তথ্য পেশ করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়, ৩০০ জনের তালিকার পাশাপাশি, ২৬ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা শান্তনুকে দেওয়া হয়েছিল। ওই তালিকাভুক্ত ২৬ জনকে চাকরি পাইয়ে দিতে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। ইডির তরফে আদালতে এ-ও জানানো হয়, মূলত স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে অবৈধ উপায়ে নিয়োগের জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল। এছাড়াও ‘লোটাস কনস্ট্রাকশন’ নামের একটি সংস্থাকে নিজের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজ পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে সেই কোম্পানি থেকে টাকা সরানোর অভিযোগও তোলা হয়েছে শান্তনুর বিরুদ্ধে। আয়ের উৎস লুকোতে, দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চেকবুকে মজুরিপ্রাপকদের দিয়ে সই করিয়ে নিয়ে কালো টাকা সাদা করতেন যুব নেতা এমন অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে দাবি ইডির।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy