প্রতিবেদন: শ্রাবস্তী, চিত্রগ্রহণ ও সম্পাদনা: ঋতুরাজ
তিনি মঞ্চে উঠলেই দর্শকাসন থেকে শোনা যায়, “আপনি থাকছেন স্যার!” থিয়েটার, টেলিভিশন, টেলিফিল্ম, বড়ো পর্দা, রেডিয়ো নাটক থেকে এখন ওয়েব সিরিজ়, অবাধ বিচরণ রজতাভ দত্তের। কমেডিয়ান থেকে খলনায়কের চরিত্র— বারেবারে নিজেকে ভেঙেছেন তিনি। তাই দর্শকও রজতাভকে নতুন নতুন করে আবিষ্কার করেছেন। ইডির তালিকায় সহকর্মীদের নাম থেকে বাংলা ছবির দর্শক— সবের উত্তরেই সোজাসাপটা রজতাভ দত্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy