পাথরপ্রতিমার বাসিন্দা সুমিত বারিক। স্থানীয় এক স্কুলের ক্লাস টেনের পড়ুয়া। বছরখানেক আগে এক ঝড়জলের দিনে গাছের নীচে পড়ে থাকতে দেখে এক শালিকছানাকে। তাকে তুলে নিয়ে আসে সুমিত, পরম যত্নে শালিকছানাটির শুশ্রূষা করে। আদর করে নাম রাখে টুসু। বছর পেরিয়েছে, সুমিত এখন টুসুর কাছের মানুষ। বন্ধুর ভাষাও শিখে নিয়েছে টুসু নামের শালিকটি। দিব্বি নকল করে শাঁখের শব্দও। পশুপাখির সঙ্গে সময় কাটাতে ভাল লাগে সুমিতের, কিন্তু পাকা আস্তানার অভাবে আরও ‘না-মানুষ বন্ধু’ জোটানো হয়ে ওঠে না।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy