গত দু’দিনের বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় ফলে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকার জনজীবন। নামখানায় একটি মাটির বাড়ি ভেঙে পড়ে। অন্য দিকে ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। পৌরপ্রধান প্রণবকুমার দাসের দাবি, নিকাশিনালার উপর বেআইনি নির্মাণের কারণেই এই দুর্যোগ। জলমগ্ন দক্ষিণ ২৪ পরগনার কুলপির নিশ্চিন্তপুর বাজারও। বাজারের কাছে জামতলা মোড় সংলগ্ন ১১৭ নম্বর জাতীয় সড়কের উপরে গাছ ভেঙে পড়লে ব্যাহত হয় গাড়ি চলাচল। জলমগ্ন এলাকায় পানীয় জলের সমস্যা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এলাকায় যথাযথ নিকাশিব্যবস্থা নেই বলে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। বিজেপির কটাক্ষ, ‘‘উন্নয়নে ভাসছে নিশ্চিন্তপুর বাজার।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy