বৃহস্পতিবার সকাল থেকে মালদহের আদিনা স্টেশনে ‘রেল রোকো’ কর্মসূচি পালন করছে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। যার জেরে আপ এবং ডাউন লাইনে রেল চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। মালদহ টাউন স্টেশনে আটকে পড়ে বালুরঘাটগামী গৌড় লিঙ্ক এক্সপ্রেস এবং গুহায়াটিগামী রাঁচী এক্সপ্রেস। সামসিতে থমকে যায় কলকাতাগামী রাধিকাপুর এক্সপ্রেস।‘আদিবাসী সেঙ্গেল অভিযান’-এর ডাকা ‘ভারত বন্ধ’-এর অংশ হিসাবেই এ দিনের এই ‘রেল রোকো’ কর্মসূচি। সারনা ধর্মের স্বীকৃতি, অসম ও আন্দামানের আদিবাসীদের তফসিলি জাতিভুক্তিকরণ, মারাংবুরুর সম্মান রক্ষা-সহ পাঁচ দফা দাবি নিয়ে আদিবাসীদের এই আন্দোলন বলে জানাচ্ছেন ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’-এর উত্তরবঙ্গের অঞ্চল সভাপতি মোহন হাঁসদা। কেন্দ্র সরকার কোনও সুরাহার ব্যবস্থা না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন মোহন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy