আসছে ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। এই ছবির সঙ্গেই রয়েছে বড় চমক। সত্যবতীর চরিত্রে মৌনী রায়। টলিউডের অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। বলিউডের বাঙালি মেয়ের এই প্রথম বাংলা ছবিতে কাজ। খবর চাউর হতেই উৎসাহী বাংলার দর্শক। অন্য দিকে অজিতের চরিত্রে দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্যকে।
উত্তমকুমার, সুজয় ঘোষ, আবির, যীশু, পরমব্রত এবং অনির্বাণের পর তালিকায় এখন দেব! বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশের ভূমিকায় দেখা মিলবে দেবের। পরিচালক বিরসা দাশগুপ্ত। অভিনেতা-প্রযোজক দেব কয়েক দিন আগে টুইটারে এই কথা জানিয়েছেন।
তবে সত্যবতীর চরিত্রে কে তা নিয়ে কৌতুহল তৈরি হয় নেটদুনিয়ায়। অবশেষে রহস্যের খানিক সমাধান হয়েছে বলে মত নেটাগরিকদের। দেব-মৌনী জুটি নিয়ে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy