প্রতিবেদন: প্রিয়ঙ্কর, চিত্রগ্রহণ ও সম্পাদনা: অসীম
বাড়িতে অসুস্থ বাবা। বালাপোশ তৈরির টাকায় ওষুধের খরচ মিটিয়ে আর সংসার চলছিল না। পূর্ব বর্ধমানের পলাশ অধিকারী ও তাঁর স্ত্রী শুক্লা বেঙ্গালুরু যান একটু বেশি রোজগারের আশায়, সঙ্গে দেড় বছরের ছেলে আর বয়স্ক বাবা-মা। রেস্তরাঁ থেকে আবর্জনা সংগ্রহের কাজে দৈনিক ৩০০-৪০০ টাকা আয়। সেটাই অনেক এই পরিবারের কাছে। বেশি দিন কাজ করার সুযোগ মেলেনি পলাশ-শুক্লার। আচমকাই বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করে তাঁদের। পলাশ-শুক্লার বাবা-মাকেও প্রথমে আটক করা হয়, পরে অবশ্য ছেড়ে দেওয়া হয়। পলাশদের দেড় বছরের সন্তানের অত সৌভাগ্য হয়নি। প্রায় সাড়ে তিন মাস হতে চলল, বাবা-মার সঙ্গে তারও দিন কাটছে বেঙ্গালুরুর জেলে। আর এ দিকে, পাড়ার ছেলের ঘরে ফেরার আশায় দিন গুনছেন তেলে গ্রামের বাসিন্দারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy