বাজেট ২০২৩ পেশের সময়ে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পরেছিলেন কর্ণাটকের ধারওয়াদের ঐতিহ্যবাহী ‘কাসুতি’ কাজের হাতে বোনা লাল ‘ইল্কল’ শাড়ি। নির্মলার পঞ্চমতম বাজেট পেশের সময় প্রতি বারের মতো তাঁর শাড়ির দিকে নজর ছিল আমজনতার। বুধবার অর্থমন্ত্রীর পরনে থাকা শাড়িটি বুনেছিলেন ধারওয়াদের বাসিন্দা আরতি হিরেমথ। ৮০০ গ্রাম সিল্কের এই শাড়িতে ছিল ‘কাসুতি’ সুতোর কাজের রথ, ময়ূর ও পদ্ম। কর্নাটকের এই ঐতিহ্যবাহী শাড়িতে সুতোয় বোনা হয় মন্দিরের চূড়া, ময়ূর, হরিণ, পদ্ম, হাতি-সহ নানান লোকজ নকশা। প্রতি বারের মতো এই বারেও প্রাদেশিক শাড়ির প্রতি নির্মলার ঝোঁক সকলের নজর কেড়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy