প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
অতীতের অভিযোগ টেনে ‘বন্ধু’ দেবকে আবারও বিঁধলেন হিরণ। গরু পাচারকাণ্ডে অভিযুক্ত এনামুল হকের থেকে টাকা নিয়ে ছবি করেছেন, আর সে কারণেই ইডি, সিবিআই ডাকছে— নাম করে সরাসারি ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে নিশানা অভিনেতা-বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের। খড়্গপুরের বিজেপি বিধায়ক এবং কাউন্সিলর হিরণের বক্তব্য, “দীপক অধিকারী ওরফে দেব এনামুল হকের থেকে টাকা নিয়েছেন। তাই ইডি, সিবিআই ডাকছে। মামলা চলছে। দোষী সাব্যস্ত হলে যদি দেবকে জেলে যেতে হয় তা হলে আমার সব থেকে দুঃশ্চিন্তার কারণ হবেন মিঠুন দা (চক্রবর্তী)। তাঁর মতো সৎ, সরল মানুষ পৃথিবীতে বিরল। মিঠুনদা আগেও যেমন ইডি, সিবিআই-কে টাকা ফেরত দিয়েছেন, দেব দোষী সাব্যস্ত হলে ‘প্রজাপতি’ করার জন্য যা পারিশ্রমিক নিয়েছেন তাহলে দেখা যাবে সেই টাকাও তিনি ফেরত দিচ্ছেন। দেব বলুক চক্রান্ত হচ্ছে। ইডি, সিবিআই মিথ্যা মামলা করেছে। আমি বন্ধু হয়ে দেবের পাশে দাঁড়াব।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy