Advertisement
৩০ অক্টোবর ২০২৪
storm

তুফানে লন্ডভন্ড তুফানগঞ্জ, উড়ল ছাউনি, গাছ উপড়ে আহত ৩

আচমকা ঝড়। তার জেরে লন্ডভন্ড হয়ে গেল কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
তুফানগঞ্জ শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১৬:১৬
Share: Save:

আচমকা ঝড়। তার জেরে লন্ডভন্ড হয়ে গেল কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ঝড়ে দু’টি এলাকার বেশ কয়েকটি কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গিয়েছে বিদ্যুতের খুঁটি এবং গাছও। গাছ পড়ে আহত হয়েছেন ৩ জন। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

রবিবার ঝড়ের ফলে তুফানগঞ্জের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত-ফুলবাড়ি, ধাদিয়াল, দ্বিপরপাড়, ঘুগরাতলা, শিয়ালপাড়া ইত্যাদি এলাকায় ক্ষয়ক্ষতি হয়। বালাভূত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভূত এলাকার গুয়ারভিটা, বটতলা, নয়ারচর এলাকাতেও ক্ষতি হয়েছে। কোথাও উড়ে গিয়েছে ঘরের চাল। আবার কোথাও ঘরের উপর ভেঙে পড়েছে গাছ। রাস্তার উপরে বিদ্যুতের খুঁটি উপরে যাওয়ায় বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। কামাত-ফুলবাড়ি এলাকায় ঘরের উপর গাছ ভেঙে পড়ে আহত হয়েছেন একই পরিবারের ৩ জন। তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE