Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Deputation

৫,০০০ টাকা মাসিক ভাতা এবং রেশনের দাবিতে খাদ্যমন্ত্রীকে ডেপুটেশনে প্রতিবন্ধীরা

মাসিক ভাতা বৃদ্ধি-সহ ৬টি দাবি নিয়ে খাদ্যমন্ত্রীকে কাছে দাবিপত্র জমা প্রতিবন্ধী ঐক্য মঞ্চের।

প্রতিবেদন: তীর্থঙ্কর, সম্পাদনা: বিজন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ১৮:৪৬
Share: Save:

কথা দিয়েও কথা রাখেনি। খাদ্য ভবনের তরফে আধিকারিকের দেওয়া প্রতিশ্রুতি পরিণত হয়েছে ‘মিথ্যা’ ভাষণে! এবার তাই সরাসরি খাদ্যমন্ত্রীর কাছেই দরবার পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী ঐক্য মঞ্চের। নদিয়া, বীরভূম, বাঁকুড়া-সহ রাজ্যের প্রান্তিক জেলার প্রতিবন্ধী নাগরিকরা এ দিন খাদ্যভবনের সামনে জমায়েত করে রথীন দেবের কাছে দাবিপত্র তুলে দিয়েছেন। কী তাঁদের দাবি? সংগঠনের যুগ্ম সম্পাদক সৈকত কুমার কর স্পষ্ট করে বলেন, ‘‘রাজ্যের সকল প্রতিবন্ধীকে অন্ত্যোদয় অন্ন যোজনায় সামিল করতে হবে। দিতে হবে এএওয়াই কার্ড। মানবিক ভাতা ১,০০০ টাকা থেকে বাড়িয়ে করতে হবে ৫,০০০ টাকা।’’ এ ছাড়াও তাঁদের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলোতে অগ্রাধিকার দিতে হবে বিশেষভাবে সক্ষমদের। এখানেই শেষ নয়, ২ বছর আগে ২০২০ সালের অগস্টে কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তি বাংলায় কেন বাস্তবায়িত হচ্ছে না, এই প্রশ্নও তুলছে প্রতিবন্ধী ঐক্য মঞ্চ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE