Advertisement
০৪ নভেম্বর ২০২৪
madhyamik candidate

টোটো চালিয়ে মাধ্যমিক, পারিবারিক প্রতিবন্ধকতাকে সরিয়ে জয়ী কোলাঘাটের দেবশ্রী

বাবার অসুস্থতার জেরে পরিবারের আর্থিক ভার কাঁধে নিতে টোটো চালায় দেবশ্রী। মাধ্যমিক পরীক্ষাও দিচ্ছে সে সেভাবেই।

নিজস্ব সংবাদদাতা
কোলাঘাট শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৮:৫৭
Share: Save:

টোটো চালিয়ে পরিবারের জন্য রোজগার ও সেইসঙ্গে নিজের মাধ্যমিক পরীক্ষা— একা সামলাচ্ছেন কোলাঘাটের দেবশ্রী খাঁড়া। বাবার অসুস্থতার জেরে পরিবারের আর্থিক ভার দেবশ্রীর কাঁধে। বাবার টোটো চালাতে শুরু করেন দেবশ্রী। সঙ্গে চলতে থাকে পড়াশোনা। এখন চলছে মাধ্যমিক। বাড়ি থেকে প্রতিদিন কেটিপিপি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রেও দেবশ্রী যাচ্ছেন নিজেই টোটো চালিয়ে। দেবশ্রীর বাবা সনাতন খাঁড়া জানান, “আমরা থাকি কোলাঘাট বাজারের কাছে। সেখান থেকে সেন্টারে যেতে অনেকটা গাড়িভাড়া লেগে যাবে। কিন্তু মেয়ের যাতায়াতের জন্য টোটো বা গাড়ি ভাড়া করার ক্ষমতা আমার নেই। তখনই মেয়ে জানাল, বাবা আমি নিজেই টোটো চালিয়ে সেন্টারে চলে যাব”।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE