মালাবদলের পর হাতে হাত রেখে ফুলের ছাদনাতলায় হাসি মুখে দেখা গেল রাহুল-আথিয়াকে। চার বছরের প্রেম ও বহু জল্পনার পর সোমবার সাতপাকে বাঁধা পড়লেন ক্রিকেটার লোকেশ রাহুল ও অভিনেত্রী আথিয়া শেট্টি। সোমবার সুনীল শেট্টির খান্ডালার খামারবাড়ি ‘জাঁহা’তে হলুদ আলোর আর সোনালি শামিয়ানায় বসে বিয়ের আসর। হালকা গোলাপি শেরওয়ানিতে ছিলেন রাহুল ও আইভরি লেহঙ্গা পরনে ছিল আথিয়ার। গোপনীয়তার জন্য ছবি প্রকাশ্যে আসতে দেরি হওয়ায় বাড়ছিল কৌতুহল। বিয়ে শেষে সুনীল ও তাঁর পুত্র অহন শেট্টি সাংবাদিকদের মিষ্টিমুখ করান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy