এ বার আর ফেরা হল না। মল্লিকবাজারের নিউরোসায়েন্স ইনস্টিটিউশনে মৃত্যু হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের। অগস্টে মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কলকাতা জেলার সিপিএম নেতা। মাস কয়েক ভর্তি থাকার পর বাড়িতেও নিয়ে আসা হয়। সোমবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মঙ্গলবার সকালেই নিয়ে আসা হয় নিউরোসায়েন্স ইনস্টিটিউশনে। সেখানেই বেলা পৌনে ১২টা নাগাদ মৃত্যু হয় তাঁর। মরণোত্তর চক্ষুদান করে গিয়েছেন সদ্য প্রয়াত সিপিআইএম নেতা। সূত্রের খবর আজই প্রমোদ দাশগুপ্ত ভবনে তাঁর চোখ দান করা হবে। আজ দেহ রাখা থাকবে। বুধবার আলিমুদ্দিনে শেষ শ্রদ্ধা জানানোর পর মরণোত্তর অঙ্গদান করা হবে। ২০০৬ সালে বেলেঘাটা থেকে জিতে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের মন্ত্রী হয়েছিলেন তিনি। দায়িত্ব পেয়েছিলেন তথ্যপ্রযুক্তি ও পর্যটন দফতরের। পরবর্তীতে রাজ্য সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্যও থেকেছেন মানব মুখোপাধ্যায়। যদিও শারীরিক অসুস্থতার কারণে সেই পদ ছেড়ে দিয়েছিলেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy