প্রতিবেদন- শ্রাবস্তী ঘোষ, চিত্রগ্রহণ ও সম্পাদনা- সুব্রত
অল ইন্ডিয়া পিস অ্যাণ্ড সলিডারিটি অর্গানাইজেশনের (এআইপিএসও) উদ্যোগে পশ্চিমবঙ্গ সফরে চে গেভারার কন্যা আলেইদা গেভারা ও দৌহিত্রী এস্তেফানিয়া মাচিন গেভারা। দুদিনের ঠাসা কর্মসূচির মাঝে কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয় ও কলেজ স্ট্রিটে গণ সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিলেন তাঁরা। মঞ্চ ভাগ করে নিলেন শহরের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে। দর্শকাসনে উপস্থিত সুজন চক্রবর্তী, মহম্মদ সেলিম, মনোজ ভট্টাচার্য সহ বামফ্রন্টের প্রথম সারির নেতারা। এর প্রায় ২৪ বছর আগে শহরে এসেছিলেন আলেইদা। দিনভর কর্মসূচির চাপ, শহরের দূষণ তাঁকে ক্লান্ত করলেও মানুষের ভালবাসার উষ্ণতায় নেচে উঠলেন কলেজ স্ট্রিটের মঞ্চে। বক্তৃতার সময় গাইলেন গানও। আবার আসার প্রতিশ্রুতি দিলেন। ‘‘মানুষের সঙ্গে মানুষের পাশে থাকতে হবে। হাত ছাড়লে চলবে না’’, মঞ্চ থেকে বার্তা দিলেন আলেইদা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy