প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: অলোক
সফল হল প্রচেষ্টা। দমদমের সেন্ট্রল জেল মোড় থেকে ব্রিটিশ আমলের কামান উদ্ধার করল সিইএসসি। উদ্ধার হওয়া কামানটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট। অনুমান, কামানটির নকশা সম্ভবত ১৭৬৪ সালে অনুমোদিত। ব্রিটিশ সরকারের অনুমোদনের পর যা তৈর করতে হয়ত আরও ৪ থেকে ৫ বছর সময় লেগেছে। কামান উদ্ধারের বিষয়ে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন লিমিটেডের (সিইএসসি) ইঞ্জিনিয়ার শ্যামাপদ দাস জানান, “কোনও রকম বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কামান উদ্ধার করা হয়েছে।” ইতিহাসবিদ গৌর মৌলিকের কথায়, “১০ ফুট ৮ ইঞ্চি দৈর্ঘ্যের এমন কামান এই অঞ্চলে বিরল।” প্রসঙ্গত, উদ্ধার হওয়া কামানটিকে আপাতত হাই কোর্ট সংলগ্ন নব মহাকরণ ভবনে রাখা হয়েছে। সেখানে পরিশুদ্ধকরণের পর কামান সংরক্ষণের সিদ্ধান্ত নেবে প্রশাসন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy