প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ এবং সম্পাদনা: সুব্রত
বজবজের বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। চলছে শাসক-বিরোধী চাপানউতর। অভিযোগ, বাজি তৈরির আড়ালে চলছিল বোমা তৈরির কারবার। আর সেখান থেকেই এই অঘটন! সত্যিই কি তাই? স্থানীয়দের দাবি, মহেশতলার খাঁ পাড়ায় যে ঘটনা ঘটেছে তা নিছকই দুর্ঘটনা। সন্ধ্যারতি করার সময় ধুনোর ফুলকি থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপরই ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়। যমুনা দাস, জয়শ্রী ঘাঁটি, পম্পা ঘাঁটির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি। সহযোগিতা করছে বজবজ এবং মহেশতলা থানা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এসে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা? বম্ব স্কোয়াড কি ভস্মীভূত বাড়ি থেকে বোমা তৈরির কোনও উপকরণ পেয়েছে? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে কার্যত মুখে কুলুপ তদন্তকারীদের। অন্যদিকে বাজি শিল্পের সঙ্গে যুক্ত নুঙ্গির বাসিন্দারা বলছেন, ‘বাজি তৈরির জন্য যে ধরনের মশলা ব্যবহার করা হয়, তা দিয়ে কোনও বোমা তৈরি করা সম্ভবই নয়’। আরও একধাপ এগিয়ে পুলিশকেই তাঁদের চ্যালেঞ্জ, ‘বস্তা বস্তা যে বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে একটা দ্রব্য দেখানো হোক যা বাজি বিরোধী।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy