Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Blast Case

বোমা বিস্ফোরণ নাকি নিছক দুর্ঘটনা? বজবজে বাজি কারখানায় সরেজমিনে আনন্দবাজার অনলাইন

“বাজি তৈরির জন্য যে ধরনের মশলা ব্যবহার করা হয়, তা দিয়ে কোনও বোমা তৈরি করা সম্ভবই নয়”, দাবি বাজি শিল্পের সঙ্গে যুক্ত নুঙ্গির বাসিন্দাদের।

প্রতিবেদন: সৌরভ, চিত্রগ্রহণ এবং সম্পাদনা: সুব্রত

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বজবজ শেষ আপডেট: ২৪ মে ২০২৩ ২০:১২
Share: Save:

বজবজের বিস্ফোরণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। চলছে শাসক-বিরোধী চাপানউতর। অভিযোগ, বাজি তৈরির আড়ালে চলছিল বোমা তৈরির কারবার। আর সেখান থেকেই এই অঘটন! সত্যিই কি তাই? স্থানীয়দের দাবি, মহেশতলার খাঁ পাড়ায় যে ঘটনা ঘটেছে তা নিছকই দুর্ঘটনা। সন্ধ্যারতি করার সময় ধুনোর ফুলকি থেকেই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তারপরই ভয়াবহ দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানি হয়। যমুনা দাস, জয়শ্রী ঘাঁটি, পম্পা ঘাঁটির মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে সিআইডি। সহযোগিতা করছে বজবজ এবং মহেশতলা থানা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এসে কী তথ্য পেয়েছেন তদন্তকারীরা? বম্ব স্কোয়াড কি ভস্মীভূত বাড়ি থেকে বোমা তৈরির কোনও উপকরণ পেয়েছে? আনন্দবাজার অনলাইনের প্রশ্নে কার্যত মুখে কুলুপ তদন্তকারীদের। অন্যদিকে বাজি শিল্পের সঙ্গে যুক্ত নুঙ্গির বাসিন্দারা বলছেন, ‘বাজি তৈরির জন্য যে ধরনের মশলা ব্যবহার করা হয়, তা দিয়ে কোনও বোমা তৈরি করা সম্ভবই নয়’। আরও একধাপ এগিয়ে পুলিশকেই তাঁদের চ্যালেঞ্জ, ‘বস্তা বস্তা যে বাজি বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে একটা দ্রব্য দেখানো হোক যা বাজি বিরোধী।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE