প্রতিবেদন ও চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: অলোক
কোভিডের নতুন উপজাতি বিএফ৭-এর দাপট। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বাড়ছে মৃত্যু। চিনের উদ্বেগজনক কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্ক হল ভারত। ইতিমধ্যেই বৈঠক ডেকে প্রতিটি রাজ্যকে পরিস্থিতি পর্যালোচনা করে সমস্ত রকম পরিষেবার বন্দোবস্ত করতে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমতাবস্থায় তৎপর বেলেঘাটা আইডি। এখন থেকেই তৈরি রাখা হয়েছে হাসপাতালের কোভিড ওয়ার্ড। ২০২০ সালে করোনার প্রথম ঢেউ থেকেই চিকিৎসার অভিজ্ঞতা থাকার সুবাদে প্রাথমিক প্রস্তুতি কার্যত সেরে ফেলেছেন হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। উচ্চস্তরের বৈঠকের পর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, বিদেশি যাত্রীদের হঠাৎ হঠাৎ পরীক্ষা (র্যানডম স্ক্রিনিং) করে আক্রান্তদের সরাসরি নিয়ে আসা হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। যে দেশে সংক্রমণের হার বেশি, সেখান থেকে আসা বিমানযাত্রীদের উপর থাকবে বিশেষ নজর। উপসর্গ রয়েছে এমন রোগীদের নির্দিষ্ট ওয়ার্ডে ভর্তি করিয়ে চলবে চিকিৎসা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy